ভাইপোর বিজয় মিছিলে গিয়ে ইটের আঘাতে মৃত্যুবরণ করল কাকা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৬ জুলাই, ২০২৩

ভাইপোর বিজয় মিছিলে গিয়ে ইটের আঘাতে মৃত্যুবরণ করল কাকা।

uncle was killed by a brick while going to the victory procession of his nephew

চাঁচল : ভাইপোর বিজয় মিছিলে শামিল হয়েছিলেন কাকাও। কিন্তু সেই বিজয় মিছিলে যাওয়াই যেন কাল হল কাকার। ইটের আঘাতে মৃত্যু হল কাকার।


পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে ভাইপো। বিজয় মিছিল থেকে পারিবারিক বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হয় বলে সূত্রের খবর। 


ঘটনাটি ঘটেছে  চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর এলাকার  পরানপুরে। পরানপুর বুথ থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারিকুল শেখ। বিরাট ব্যবধানে জয়লাভ করেন তিনি। বিজয় উদযাপনের জন্য বুধবার এলাকায় মিছিল বের করেন তারিকুল। কিন্তু সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না তারিকুল ও তাঁর পরিবারের কাছে। ভাইপোর মিছিলে পা মিলিয়ে ছিলেন কাকা মফিজুদ্দিন। যিনি নিজেও ছিলেন একজন তৃণমূল কর্মী। 


এলাকা দিয়ে মিছিল যাওয়ার সময় তাঁরা দেখতে পান স্থানীয় বাসিন্দা জালালউদ্দিনের সঙ্গে তার মেয়ে ও জামাইয়ের বিবাদ হচ্ছে রাস্তায়। ভাইপোর বিজয় মিছিল যাতে রাস্তা দিয়ে সুষ্ঠভাবে যেতে পারে জালালউদ্দিন এবং তার পরিবারের লোককে বিবাদ থামিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন মফিজুদ্দিন। সেইসময় জালালউদ্দিনদের তরফে ছোড়া ইটের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেরা তাঁকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।


মফিজুউদ্দিনের পরিবারের লোক মহম্মদ হাসিমউদ্দিন বলেন, ‘অভিযুক্তরা কোন দল করে সেটা জানি না। তবে যিনি মারা গেছেন উনি খুব ভালো এবং নিরীহ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad