ইডির খাতায় চাঞ্চল্যকর তথ্য, নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নথিতে অভিষেক ব্যানার্জির নাম ! - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ইডির খাতায় চাঞ্চল্যকর তথ্য, নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নথিতে অভিষেক ব্যানার্জির নাম !

Abhishek Banerjee's name mention in E.D

কলকাতা : এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র সূত্রের খবর সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর পেশ করা একটি রিপোর্টে নাম উঠে এসেছে অভিষেকের। তবে, এক্ষুনি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা জানা যায়নি। 


নিয়োগ দুর্নীতি কান্ডে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি (ED)। এই মুহূর্তে তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। যদিও অসুস্থ থাকায় মাঝে মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। কিছু দিন আগেই স্ত্রী বাণী ভদ্রের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান কাকু। নির্দিষ্ট সময় পার হতেই আবার সংশোধনাগারে ফেরত নিয়ে আসা হয়। এরই মাঝে আদালত নিয়োগ দুর্নীতি মামলায় কাকুর কন্ঠস্বর পরীক্ষা করার অনুমতি দিয়েছে ইডিকে। 


গ্রেফতারির সময় কাকুর বাড়ি থেকে প্রচুর তথ্য বাজেয়াপ্ত করে ইডি। সেই সূত্রেই ইডি জানতে পেরেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের কাছে অভিষেকের বার্তা পৌঁছে দিতেন এই কাকু। আবার তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক লেনদেনের হিসেব রাখতেন। মানিক ভট্টাচার্যও এই মুহূর্তে জেলে রয়েছেন। মানিক ও কাকুর মধ্যে যে যোগাযোগ ছিল তার প্রমাণ আগেই পেয়েছে ইডি। 


অন্যদিকে, আবার নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। কুন্তল ঘোষের চিঠির সূত্রে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেইবার প্রায় ন'ঘন্টা সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাঁকে। আর এই প্রথম ইডির কোনও রিপোর্টে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠল। এই মুহুর্তে আবার চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন অভিষেক।ফলে, তিনি ফিরলে ইডি কোনও পদক্ষেপ নেয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad