মধ্যপ্রদেশের খরগোনে নির্বাচনী প্রচারে প্যালেস্তাইনের নামে ভোট চাইছেন কংগ্রেস প্রার্থী। দেখুন ভাইরাল ভিডিও। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মধ্যপ্রদেশের খরগোনে নির্বাচনী প্রচারে প্যালেস্তাইনের নামে ভোট চাইছেন কংগ্রেস প্রার্থী। দেখুন ভাইরাল ভিডিও।

Congress candidate curries croud favour for palestine


ভোপাল
: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আর হাতে গুণে কয়েকমাস বাকি। এরইমধ্যে প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব দলই। তবে প্যালেস্তাইনের নামে ভোট চেয়ে বিশেষ নজর কেড়েছেন এক কংগ্রেস প্রার্থী।


উল্লেখ্য, গত প্রায় এক মাস সময় ধরে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ চলছে। এই যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই দুই ভাগে ভাগ হয়ে গেছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতেই প্যালেস্তাইনের নামে ভোট ভিক্ষা করতে দেখা গেল এক কংগ্রেস প্রার্থীকে।

মূলত, কংগ্রেস কি হাথ, ফিলিস্তিনি (Palestine) কি সাথ— স্লোগানে দলের ঘরে বাইরে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে কংগ্রেস (Congress)। প্রকারান্তরে কংগ্রেস কট্টর ইসলামি জঙ্গিগোষ্ঠী হামাসের (Hamas) পক্ষ নেওয়ায় পাঁচ রাজ্যের বিধানসভা ও লোকসভা ভোটের আগে প্রচারের অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি (BJP)।

মধ্যপ্রদেশের খরগোন বিধানসভার মহিলা কংগ্রেস প্রার্থীকে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেন, 'প্যালেস্তাইনে নিরীহ শিশুদের খুন করা হচ্ছে। আমরা কি এই অত্যাচার সহ্য করব।' তিনি আরও বলেন, মিজোরামে গরিব মানুষদের উপর অত্যাচার চলছে, সত্যি কি না? প্যালেস্তাইনে নিরীহ নিরপরাধ বাচ্চাদের সারি সারি লাশ পড়ে আছে, আছে কি না? আমরা কি এই অত্যাচার সহ্য করেই যাব? খরগোন কি তাহলে পরিবর্তন আনবে?খরগোন কংগ্রেসের সঙ্গেই থাকবে তো ? সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও তিনি মণিপুরের হিংসার কথা বলতে গিয়ে মিজোরামের নাম বলেছেন। সবশেষে প্যালেস্তাইনের পক্ষে সংহতি জানিয়ে মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতানেত্রীদের নিয়ে তিনি দু’মিনিট নীরবতা পালন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad