উল্লেখ্য, গত প্রায় এক মাস সময় ধরে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ চলছে। এই যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই দুই ভাগে ভাগ হয়ে গেছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতেই প্যালেস্তাইনের নামে ভোট ভিক্ষা করতে দেখা গেল এক কংগ্রেস প্রার্থীকে।
মূলত, কংগ্রেস কি হাথ, ফিলিস্তিনি (Palestine) কি সাথ— স্লোগানে দলের ঘরে বাইরে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে কংগ্রেস (Congress)। প্রকারান্তরে কংগ্রেস কট্টর ইসলামি জঙ্গিগোষ্ঠী হামাসের (Hamas) পক্ষ নেওয়ায় পাঁচ রাজ্যের বিধানসভা ও লোকসভা ভোটের আগে প্রচারের অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি (BJP)।
खरगोन, मध्य प्रदेश में कांग्रेस की उम्मीदवार #Hamas और #Palestine के नाम पर वोट मांग रही है. गजब है 🤔 #MadhyaPradeshElections2023 pic.twitter.com/2bD9KTLXqN
— Pramod Kumar Singh (@SinghPramod2784) November 8, 2023
মধ্যপ্রদেশের খরগোন বিধানসভার মহিলা কংগ্রেস প্রার্থীকে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে শোনা গিয়েছে। তিনি বলেন, 'প্যালেস্তাইনে নিরীহ শিশুদের খুন করা হচ্ছে। আমরা কি এই অত্যাচার সহ্য করব।' তিনি আরও বলেন, মিজোরামে গরিব মানুষদের উপর অত্যাচার চলছে, সত্যি কি না? প্যালেস্তাইনে নিরীহ নিরপরাধ বাচ্চাদের সারি সারি লাশ পড়ে আছে, আছে কি না? আমরা কি এই অত্যাচার সহ্য করেই যাব? খরগোন কি তাহলে পরিবর্তন আনবে?খরগোন কংগ্রেসের সঙ্গেই থাকবে তো ? সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও তিনি মণিপুরের হিংসার কথা বলতে গিয়ে মিজোরামের নাম বলেছেন। সবশেষে প্যালেস্তাইনের পক্ষে সংহতি জানিয়ে মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতানেত্রীদের নিয়ে তিনি দু’মিনিট নীরবতা পালন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.