সম্প্রতি এক মহিলা অদ্ভুত আচরণ করছিলেন। কথায় কথায় হেসে ওঠেন, কখনও আবার ডুকরে কেঁদে ওঠেন। অভিযোগ, মৌলবী ভূত তাড়ানোর জন্য বাড়ি থেকে দেব-দেবীর ছবি সরিয়ে ফেলতে বলে প্রথমে। মিনু সেই কাজ করলে তাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। এমনকী ছেলে এবং বাড়িরपुलिस कमिश्नरेट गाजियाबाद पुलिस टीम द्वारा धर्मपरिवर्तन कराने की साजिश का खुलासा करते हुए 01 अभियुक्त को किया गया गिरफ्तार ।@Uppolice pic.twitter.com/p5eX2hTxwD
— POLICE COMMISSIONERATE GHAZIABAD (@ghaziabadpolice) November 24, 2023
অন্যদেরও ধর্ম বদলে ফেলতে চাপ দেন সরফরাজ।
এসপি রবি কুমার সিং জানান, গ্রেফতার করা হয়েছে সরফারজকে। জেরায় সে স্বীকার করেছে, গত আট বছর ধরে ওঝার কাজ করছিল। এর আগেও ভূত তাড়ানোর নাম করে ধর্মান্তকরণ করেছে। অবৈধ ধর্মান্তকরণ আইনে মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। প্রতিবেশীদের পরামর্শে ওই মহিলা গিয়েছিলেন ওই মৌলবীর কাছে।অভিযোগ, ভূত ছাড়ানোর নামে মৌলবী মহিলার ধর্ম পরিবর্তন করেন। মহিলার ছেলের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মৌলবীর নাম সরফরাজ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অক্ষয় শ্রীবাস্তব নামের এক ব্যক্তি।
স্থানীয় থানায় দায়ের করা অভিযোগে অক্ষয় জানিয়েছেন, ২০১৭ সাল থেকেই তাঁর মা মিনু (৪৫) শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রতিবেশীদের পরামর্শে মৌলবী সরফরাজের কাছে গিয়েছিলেন মিনু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.