শাসকদল তৃণমূলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপিতেও সাংগঠনিক শক্তি চাঙ্গা করার ব্যস্ততা তুঙ্গে। সেই লক্ষ্যেই এবার দলের খুব সংগঠনে বড়সড় বদল গেরুয়া শিবিরের। দলে বিরাট দায়িত্ব পেলেন অভিনেতা - বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে দলের একাধিক শাখার দায়িত্বে বদল ঘটাল রাজ্য বিজেপি।দলের যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে।
মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হিরণের সম্পর্ক অম্লমধুর হলেও শুভেন্দু অধিকারীর বেশ ঘনিষ্ঠ বলেই পররিচিত হিরণ। শুভেন্দু ঘনিষ্ঠতার জেরেই কি এবার বিজেপিতে বড় পদ হিরণের? তা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে। এর আগে বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনীল খাঁ।
তবে বঙ্গ রাজনীতিতে ইন্দ্ৰনীল সেভাবে পরিচিত মুখ নন। সেই কারণেই হিরণের মতো জনপ্রিয় অভিনেতাকে দলের যুব মোর্চার ইনচার্জ করে যুব সংগঠনকে চাঙ্গা করার চেষ্টায় সুকান্ত-শুভেন্দুরা, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তৃণমূল দলের যুব সংগঠনের ভার সঁপেছে অভিনেত্রী সায়নী ঘোষের কাঁধে। এবার যুব সংগঠনের ক্ষেত্রেও তৃণমূলের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিতে সায়নীর পাল্টা বিজেপির বাজি হিরণ। এছাড়াও দলের মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চার দায়িত্বেও বদল এনেছে রাজ্য বিজেপি।
বিজেপির মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রমিতা দত্ত-কে। শ্যামচাঁদ ঘোষ পেয়েছেন কিষাণ মোর্চার ইনচার্জ পদের দায়িত্ব। এসসি মোর্চার ইনচার্জ করা হয়েছে রথীন ঘোষকে। এসটি মোর্চার ইনচার্জ ক্ষুদিরাম টুডু, ওবিসি মোর্চার ইনচার্জ মনোজ পাণ্ডে এবং সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হয়েছে মাফুজা খাতুনকে। এছাড়াও দলের মিডিয়া সেলের ইনচার্জ করা হয়েছে তুষারকান্তি ঘোষকে। মিডিয়া সেলের কো-ইনচার্জ কেয়া ঘোষ ও কালীচরণ শাহ। বাকিটা তারা ময়দানে দেখাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.