নয়া দিল্লি : এখনও জট কাটেনি দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভ (Farmers Protest) এমন পরিস্থিতিতে হরিয়ানায় জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়ে দিলেন, কেন্দ্র কৃষকদের স্বার্থে নতুন প্রকল্প আনার পরিকল্পনা করছে । সেই সঙ্গেই প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘আব কি বার ৪০০ পার।'
এদিন এইমস রেওয়ারির ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখার সময় তিনি আক্রমণ করেন কংগ্রেসকে। পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলে মোদি বলেন,'২০১৪ সালের আগে হরিয়ানায় রেলের উন্নয়নের খাতে বরাদ্দ হত গড়ে
৩০০ কোটি টাকা। এবছর বাজেটে যা ৩ হাজার কোটি। এটাই মাত্র ১০ বছরে তৈরি হওয়া তফাৎ।' তিনি এর পাশাপাশি কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে আগের সরকারের চেয়ে মোদি সরকার অনেক বেশি তৎপর, এই দাবিও করেন।
তাঁর কথায়, ‘আমরা কৃষকদের মোদি গ্যারান্টি দিয়েছি, ব্যাঙ্ক ঋণ দেয়নি। আমরা কৃষকদের গ্যারান্টি দিয়েছি।' পাশাপাশি কেন্দ্ৰ কৃষকদের জন্য নতুন প্রকল্প আনার ব্যাপারে পরিকল্পনা করছে। গত দশ বছরের দেশের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি চন্দ্রাভিযানের কথাও বলেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘জি-২০ (G20) সম্মেলন যে সফল হয়েছে, তা আপনাদের আশীর্বাদ। ভারতের পতাকা চাঁদের মাটিতে, এটাও আপনাদের আশীর্বাদের ফসল।
গত ১০ বছরে ভারত ১১ নম্বর স্থান থেকে উঠে এসে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। আমি চাই, আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী সময়ে ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতি হয়ে উঠুক।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.