কলকাতা : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে শাসকের সন্ত্রাস, লাগাতার রাজনৈতিক উত্তাপ, এই সব নানা ঘটনায় সন্দেশখালির অবিভাবকরা তাঁদের সন্তান- দের পড়াশোনার উপযুক্ত এবং নিরাপদ পরিবেশ মনে করছে না। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দারা তাই অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন তাদের ছেলেমেয়েদের। কেউ কেউ চলে যাচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।
গত দেড় মাস ধরে উত্তেজনার পরিবেশ সন্দেশখালিতে। প্রতিদিনই নানা ঘটনা এবং রাজনৈতিক উত্তাপে এলাকার কচি-কাচাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।
বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে তাই তাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন বাবা-মায়েরা। যেমন, সন্দেশখালি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে পড়াশোনার জন্য চলে এসেছে একঝাঁক পড়ুয়া।
মহিষাদলের নাটশালে একটি আবাসিক আশ্রমেই আপাতত সন্দেশখালির ওই কচিকাঁচাদের ঠাঁই হয়েছে বলে জানা গেছে। ওইখানকারই একটি হাই স্কুলে সন্দেশখালির কয়েকজন পড়ুয়াকে ভর্তিও করানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.