একের পর এক পাহাড় প্রমাণ দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ সন্দেশখালি (Sandeshkhali)-র শাহজাহান, শিবুদের বিরুদ্ধে। নারী নির্যাতন, জমি দখল তো ছিলই আর এবার উঠল কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) শিবু এবং উত্তমদের পাহাড় সমান দুর্নীতির একটার পর একটা ঘটনা সামনে আসছে। এবার এসেছে রাস্তা তৈরি না করেই বোর্ডে লেখা হয়েছে সন্দেশখালির ঢালাই রাস্তা।
ঘটনাস্থল দ্বারিরজঙ্গাল। সেখানে নদীর পার থেকে নতুন
বাজার পর্যন্ত রাস্তা খাতায় কলমে ঢালাই। অথচ সামনে গেলে দেখা যাচ্ছে, ইট বিছানো রাস্তা।
সন্দেশখালিতে মনরেগা বোর্ডে বড় করে ফলকে লেখা 'ঢালাই রাস্তা নির্মিত হইল' অথচ ঢালাইয়ের কিছুই দেখা গেল না। টাকা কোথায় গেল তাহলে? এলাকাবাসী বলছেন, শিবু হাজরা, উত্তম সর্দাররাই সেই টাকা পকেটস্থ করেছেন।
ভাঙা রাস্তাতেই কার্যত প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের। গ্রামবাসীরা বলেছেন, প্রকল্পের যে টাকা আসছে সেই টাকা শিবু, উত্তম, শাহজাহানরা নিয়েছে। বিডিও অফিস পর্যন্ত গিয়েছে কি না সন্দেহ।
আরোও এক গ্রামবাসী বলেন, এই রাস্তা নাকি তিনবার ঢালাই হয়েছে। বোর্ডে লিখেছে হয়েছে। কিন্তু হয়নি। পার্টির লোকজন নিয়ে নিয়েছে। তবে শুধু দ্বারিরজঙ্গল নয়, তুষখালি, মণিপুর, আতাপুর, কোরাকাটি, কুমিরমারি, ছোট মোল্লাখালি, বড় মোল্লাখালি, আমতলি, মউখালি, রাধানগর সহ দুই ২৪ পরগনার কয়েক হাজার বাসিন্দারও সমস্যা সেই রাস্তা।
তুষখালি মোড় থেকে মণিপুর মোড় পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা এখানকার মানুষের লাইফলাইন।সেই ১০ কিমি রাস্তার এক দশক ধরে কোনও কাজ হয়নি বলেই দাবি করেছেন সেখানকার মানুষজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.