Sandeshkhali Incident জামিন পেলেই লন্ডনে পালিয়ে যেতে পারে শেখ শাহজাহান এমনটাই আশঙ্কা প্রকাশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
'সন্দেশখালির বাদশা' শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন করেছে। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে ED শেখ শাহজাহান (Sheikh Shahjahan)-র জামিনের তীব্র বিরোধীতা করে। একই সঙ্গে প্রভাবশালী এই তৃণমূল নেতা পালিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ইডির আইনজীবী। তিনি বলেন, শেখ শাহজাহানের রাজনৈতিক প্রভাব রয়েছে যথেষ্ট। এমতাবস্থায় যদি তাকে জামিন দেওয়া হয় সে লন্ডনে পালিয়ে যাবে। তাহলে মামলা ভেস্তে যেতে পারে বলেও আশক্ষা প্রকাশ করেন ইডির আইনজীবী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আদালতের তরফে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে এদিন মামলার ED-র তরফে শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়।
এদিন ইডির আইনজীবী আদালতে জানান, এলাকায় শেখ শাহজাহানের যথেষ্ট প্রভাব রয়েছে। একফোনে মাত্র ১৫ মিনিটে মধ্যে যেভাবে কয়েক হাজার লোককে জড়ো করেছিলেন সে বিষয়টিও আদালতের সামনে তুলে ধরেন ইডির আইনজীবী। এমনকি শাহজাহানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁকে 'ব্লু আয়েড বয়', 'টক অব দ্য টাউন' বলেও ব্যাখ্যা করে ইডি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ইডির দাবি, সন্দেশখালির বাদশা দোষী না হলে পালিয়ে
বেড়াচ্ছে কেন? এমনকি তার প্রভাবের কথা তুলে ধরতে গিয়ে অতীতের অপরাধের কথাও তুলে ধরেন আইনজীবী।তিনি জানান অতীতে অপরাধের অভিযোগের পরেও ধরা হয়নি তাঁকে। এমনকি খুনের ধারাতেও মামলা রয়েছে তার নামে। সরকারি দফতরে হামলার ঘটনাতেও যুক্ত সে। তাসত্ত্বেও ধরেনি পুলিশ তাকে। সওয়াল কেন্দ্রিয় তদন্তকারী সংস্থার।
এদিন পালটা শেখ শাহজাহানের তরফেও আইনজীবী বক্তব্য রাখেন। এদিন সব পক্ষের বক্তব্যই শোনে আদালত।
বলে রাখা প্রয়োজন, দিনের পর দিন কেটে গেলেও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। কোথায় সে? এমনকি শাসকদল তৃণমূলের তরফেও কোনও মন্তব্য নেই এই বিষয়ে। এদিকে শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে জন বিস্ফোরণ সন্দেশখালিতে। মহিলারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টও (Calcutta High Court)।
শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, এক ব্যক্তি দীর্ঘদিন পলাতক থাকতে পারে না। আর এভাবে যদি পলাতক থাকে তাহলে আইন শৃঙ্খলায় ভরসা কোথায় তা নিয়েও প্রশ্ন কলকাতা হাইকোর্টের। এমনকি শেখ শাহজাহানকে আদালতে আত্মসমপর্ণের কথাও বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে বলে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.