Sandeshkhali Incident সন্দেশখালির অপরাধীদের ক্ষমা করবে না হিন্দু সমাজ অযোধ্যার সভায় বিবৃতি ভিএইচপির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

Sandeshkhali Incident সন্দেশখালির অপরাধীদের ক্ষমা করবে না হিন্দু সমাজ অযোধ্যার সভায় বিবৃতি ভিএইচপির।

The incident of sandeshkhali was discussed at the meeting of Vishva Hindu parishad

বাংলায় আক্রান্ত হিন্দুরা এমনই কথা শোনা গেল বিশ্ব‌হিন্দু পরিষদ (Vishva Hindu Parishad)-র জাতীয় কর্মসমিতির‌ বৈঠকে। বাংলায় সম্প্রতি সাধুসন্তদের ওপর হামলা ও‌ সন্দেশখালির ঘটনায়‌ শাসকদলকে দায়ী করে বৈঠকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।


গত সপ্তাহে হিন্দুত্ববাদী‌ সংগঠনটির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি‌ উপলক্ষে অযোধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। আলোচনায় উঠে আসে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা।‌ সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিস্তারিত‌ আলোচনা হয়। বৈঠকে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানানো হয়। 


বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মিলিন্দ পরান্দে অভিযোগ করে বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে মা, বোন এবং সাধুসন্তদের ওপর নৃশংস অত্যাচারের নিন্দা করি। কয়েক বছর যাবৎ পশ্চিমবঙ্গ সরকার ও স্থানীয় প্রশাসনের অবহেলায় নারীরা নিরাপত্তা-হীনতার শিকার। মানবতার বিরুদ্ধে এই ধরনের অপরাধে‌ জড়িতদের ফাঁসি দাবি করছি।' তাঁর অভিযোগ,‌ ‘অপরাধীরা পশ্চিমবঙ্গের শাসকদলের সদস্য। রাজ্যের ক্ষমতাসীন দল তাদের রক্ষা‌‌ করছে। হিন্দু সমাজ কখনওই এই নৃশংস কর্মকাণ্ড ভুলে যাবে না।'


বৈঠকে মিলিন্দ পরান্দে সাফ বলেন,‌ ‘আমাদের সমভাবাপন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় না আনলে সন্দেশখালির মতো ঘটনা থেকে‌ নিষ্কৃতি মিলবে না। পশ্চিমবঙ্গে বন্ধু সরকার আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।' 


ভিএইচপি (VHP)-র কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার‌ বলেছেন, 'এটা দুর্ভাগ্যজনক যে,‌ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মহিলা মুখ্যমন্ত্ৰী‌ হওয়া সত্ত্বেও, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণ‌ ও হয়রানির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না‌ পুলিশ। 


পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (TMC)‌ ছত্রচ্ছায়ায় মহিলাদের বিরুদ্ধে একের পর এক অপরাধ ঘটছে এবং এই ধরনের‌ মামলায় মুখ্যমন্ত্রী জড়িতদের রক্ষা করার চেষ্টা করছেন। এটা কতটা

দুর্ভাগ্যজনক যে, মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং এই ধরনের ঘটনায় জড়িতদের‌ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার‌ পরিবর্তে যাঁরা ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে‌ যাচ্ছেন তাঁদের তিনি থামিয়ে দিচ্ছেন। শেখ শাহজাহানকে দোষী সাব্যস্ত করার পরিবর্তে তিনি ওখানে যাওয়া বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিবর্গ ও ভুক্তভোগী গ্রামবাসীকে দোষী সাব্যস্ত করছেন।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad