তৃণমূলের একুশের সেই 'কান্ডারি' প্রশান্ত কিশোর ওরফে পিকে-র মুখে এবার উলটো সুর। তাঁর পর্যবেক্ষণ, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল নয়, এক নম্বরে উঠে আসবে বিজেপিই। জাতীয় স্তরের নামকরা ভোটকুশলী প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎ বাণী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি প্রশান্ত কিশোর (Prashant Kishore) বলেছেন,
"বাংলার জন্য আমি সেভাবে কোনও ভবিষ্যৎ বাণী করতে চাই না। কিন্তু এটা বলতেই পারি, বাংলায় বিজেপি এবার তৃণমূলের চেয়ে ভালো ফল করবে। এমনকী যেকোনও চমক -প্রদ ফলও হতেই পারে। আমার মনে হচ্ছে, বিজেপি এবার বাংলায় এক নম্বর হবে।
আসলে ওই সংবাদমাধ্যমে আলোচনার বিষয় ছিল, দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রাক নির্বাচনী সমীক্ষা। সেখানেই অন্যান্য রাজ্য নিয়ে বলতে গিয়ে বাংলার কথাও উঠে আসে প্রশান্ত কিশোরের কথায়। ওড়িশা ও তেলেঙ্গানার ফলাফল নিয়েও ভবিষ্যৎ বাণী করেছেন তিনি।
প্রশান্ত কিশোর মনে করেন, ওড়িশায় নিশ্চিত ভাবেই বিজেপি এক নম্বরে থাকবে। তেলেঙ্গানায় প্রথম না হলেও দ্বিতীয় স্থান পাবে গেরুয়া শিবির। বলাই বাহুল্য, অন্যান্য রাজ্যের প্রাক ভোট সমীক্ষার কথা বললেও বাংলার লোকসভা ভোটের ফল নিয়ে প্রশান্ত কিশোরের আগাম মন্তব্যই চর্চার কেন্দ্রে।
একুশের বিধানসভা ভোটে এই প্রশান্ত কিশোর বাংলায় তৃণমূলের নির্বাচনী রণকৌশল ঠিক করে দিলেও বর্তমানে ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক কোনও সম্পর্ক নেই। উনিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা দুই থেকে বেড়ে হয় ১৮। এবার মোট ৪২ আসনের মধ্যে বাংলার গেরুয়া ব্রিগেডকে অন্তত ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মোদি-শাহরা।
অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতার হুঙ্কার,'বাংলায় ৪২-এ ৪২ আসনেই ফুটবে ঘাসফুল।' এই আবহে প্রশান্ত কিশোরের এহেন ভবিষ্যৎ বাণী যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.