দেগঙ্গা : হুমকি চিঠি পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। কয়েক সপ্তাহ আগে দেশজুড়ে চালু হয়েছে সিএএ (CAA), যার তীব্র বিরোধিতা করছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এই আবহের মধ্যে সোমবার কুখ্যাত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) হুমকি চিঠি পাঠাল বনগাঁর বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর-কে। এমনটাই দাবি করেছেন। বনগাঁর বিজেপি প্রার্থী।
স্পিড পোস্টে পাঠানো সেই চিঠিতে বাংলায় লেখা হয়েছে, 'শান্তনুবাবু আশা করি ভালো আছেন। আপনাকে জানাচ্ছি যে,পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় এবং এনআরসি'র কারণে মুসলমানদের ওপর কোনও অত্যাচার হয়, তাহলে পশ্চিমবঙ্গ তথা সারা ভারত জ্বলবে। আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। ঠাকুরবাড়ির কাউকে বাঁচতে দেওয়া হবে না। লস্কর-ই-তইবার নাম শুনেছেন তো? আমরা লস্কর-ই-তইবার সদস্য।' এ-খবর সামনে আসতেই ঠাকুরবাড়ি জুড়ে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে।
সোমবার দুপুরে হুমকি চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন শান্তনু ঠাকুর। পুরো চিঠিটি পড়ে শোনান তিনি। বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পালটা তৃণমূলের দাবি, লোকসভা নির্বাচনের আগে সহানুভূতি ভোটের জন্য মিথ্যা কথা বলছেন শান্তনু।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার।হাদিপুর গ্রাম থেকে হুমকি চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন নজরুল ইসলাম সাহেব আলি এবং ফজের আলি নামে দুই ব্যক্তি। এ-বিষয়ে শান্তনু বলেন, 'আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে জানাতে চাই যে, সোমবার দুপুর ২.১০ মিনিটে আমাকে হুমকি চিঠি পাঠিয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। সেখানে লেখা হয়েছে,।সিএএ-এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি কিছু করলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। আমার পরিবারকেও শেষ করে দেওয়া হবে। ওই চিঠিতে লেখা আছে যে, সেটি দেগঙ্গার হাদিপুর গ্রাম থেকে পাঠানো হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, একটি জঙ্গি সংগঠন রাজ্যের একজন বিদায়ী সাংসদ এবং মন্ত্রীকে এভাবে হুমকি দিতে পারে না। বাংলায় অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে।এরকম জঙ্গিগোষ্ঠী তৃণমূলের মদতে পুষ্ট হচ্ছে এবং আমাদের হুমকি দিচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব। আমি এর বিচার চাই। এই ঘটনা বাংলার জন্য অত্যন্ত লজ্জার।'
বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও
জানিয়েছেন শান্তনু। পালটা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর অভিযোগ করে বলেছেন, শান্তনু নিজেই তাঁর লোকজন দিয়ে এই চিঠি পাঠিয়ে সহানুভূতি ভোট পেতে চাইছেন।বিষয়টিকে নাটক বলেছেন তিনি। মমতাবালা ঠাকুর রবিবার অভিযোগ করেছেন, প্রয়াত বড়োমা’ বীণাপাণিদেবীর ঘর জোর করে দখল করেছেন শান্তনু। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, ওই ঘরের সঙ্গে স্বর্গীয় বড়োমা'র স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই ওই ঘর কেউ একজন কুক্ষিগত করে রাখবে তা ঠিক নয়। কারণ ভক্তরা ওই ঘরটিকে হেরিটেজ ঘোষণার দাবি জানাচ্ছেন। এই বিষয়টি নিয়ে শান্তনু ও মমতাবালার মধ্যে বিরোধ চরমে।উঠেছে। এই পরিস্থিতিতে তাঁকে জঙ্গিগোষ্ঠী হুমকি চিঠি পাঠিয়েছে বলে যে দাবি করেছেন শান্তনু, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.