গত মঙ্গলবার, ২ রা এপ্রিল, রাত্রি ১১.০৩ নাগাদ পোস্ট করা সেই গোপন নথি হল 'জমঈয়তে আহলে হাদীশ'-এর একটি 'বিশেষ বিজ্ঞপ্তি'। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ হিন্দু সাইবার টিম একটি ইসলামিক গ্রুপের ওই বিশেষ বিজ্ঞপ্তি' তথ্য হাসিল করে।
Bangladesh Hindu Cyber Team hacked an Islamic Facebook group and found it from there. They will get more money if they convert Brahmin girls and Indian Bengali girls. pic.twitter.com/XA8LDuQjRA
— Voice Of Bangladeshi Hindus 🇧🇩 (@hindu8789) April 2, 2024
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এবং সভাপতি অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিপত্রে তারিখ দেওয়া রয়েছে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারী।সংগঠনের সিলমোহরে উল্লিখিত ঠিকানা হল ৭১/ক/৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা ১২০৪। উক্ত বিজ্ঞপ্তি -তে বাংলা হরফে লেখা রয়েছে : "আপনারা যারা
দাওয়াতি কাজী অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ওপর আল্লাহতালার রহমত বর্ষিত হোক। আমাদের দলের নতুন সিদ্ধান্ত হয়েছে তা নিম্নরূপ" : এরপর বাংলা ও উর্দুতে লেখা পুরস্কার এর বিবরণের উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা আছে, ব্ৰাহ্মণ মেয়ে ৩ লাখ টাকা। ভারতীয় বাঙালি মেয়ে ২ লাখ টাকা। নমঃশূদ্র পঞ্চাশ হাজার। পুরো পরিবার ৫ লাখ টাকা।
উক্ত বিজ্ঞপ্তির এই কপিটি সারা দেশজুড়ে সংগঠনের সকল সম্পাদক ও সভাপতিদের কাছে প্রেরণ করার কথা বলা হয়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফ থেকে দাবি করা হয়েছে যে তথাকথিত সেকুলারলদের কথায় "লাভ জিহাদ"-এর কোনো অস্তিত্ব নেই, এটা নাকি হিন্দু সংগঠন গুলির অপপ্রচার। গাজওয়া-ই -হিন্দ অর্থাৎ অমুসলিমদের সাথে যুদ্ধ করে ভারতকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ষড়যন্ত্রকে তাদের কথায় 'ইসলামফোবিক' চিন্তাভাবনা। কিন্তু ভারতের দক্ষিণের কমিউনিস্ট শাসিত রাজ্য কেরালায় "লাভ জিহাদ" যে ব্যাপক রূপ ধারন করেছে তার এক ঝলক নজির মেলে হিন্দি চলচিত্র 'দ্য কেরালা স্টোরি' তে। শুধু ভারতই নয়, বাংলাদেশকে হিন্দু শূণ্য করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে সেদেশের ইসলামি কট্টরপন্থী দল বা গোষ্ঠীগুলি। আর এই কাজে তাদের অন্যতম অস্ত্র হল "লাভ জিহাদ" ও সন্ত্রাস বলে অভিযোগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.