বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সবাইকে'শুভেচ্ছা জানাতে গিয়ে শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আজ আমাদের দল বিজেপির প্রতিষ্ঠা দিবস। দেশের সব কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কঠোর পরিশ্রম, লড়াই ও আত্মত্যাগ করে দীর্ঘদিন ধরে যেভাবে দল গঠন করেছেন, তাঁদেরও আমি স্মরণ করছি। আজ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ভারতের সবচেয়ে পছন্দের দল আমরা। আমাদের দল নেশন ফার্স্ট নীতিতে সব সময় কাজ করে এসেছে।'
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “আমাদের দল ভারতকে দুর্নীতি, সম্প্রদায়িকতা, জাতপাত ও ভোট ব্যাংকের রাজনীতি থেকে মুক্ত করেছে।আজকের ভারত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকার চায়। প্রত্যেক ভারতীয়ের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যইে আমরা সার্বিক ভাবে উন্নয়নের কাজ করছি। কেন্দ্র বা রাজ্য, আমাদের দল সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করেছে।’
শনিবার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিন উত্তরপ্রদেশের সাহারানপুরে এক জনসভায় মোদি বলেন, 'স্বাধীনতা আন্দোলনের সময় মুসলিম লিগের যে ভাবনা ছিল, সেটাই প্রতিফলিত হয়েছে কংগ্রেসের ইস্তাহারে। সম্পূর্ণ ভাবে মুসলিম লিগের ছাপ রয়েছে কংগ্রেসের ইস্তাহারে। ওরা যে ইস্তেহার প্রকাশ করেছে তাতে এটাই স্পষ্ট হয়েছে যে, ভারতের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে কংগ্রেসের দূরদূরান্তেও কোনও যোগ নেই। ওরা জন-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'
এদিকে বিহারের জামুইয়ের পর রাজস্থানের চুরুর জনসভায় পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন মোদি। মোদি বলেছেন, 'এই সরকার সীমান্তে সেনাকে পালটা জবাব দেওয়ার প্রশ্নে সম্পূর্ণ ছাড় দিয়ে রেখেছে। আজ সমস্ত শত্রুরা জানে যে, এই ভারত নতুন ভারত। যারা ঘরের ভিতরে ঢুকে শত্রুদের নিকেশ করতে পারে।'
সম্প্রতি একটি বিদেশি সংবাদপত্রে দাবি করা হয়েছে, পাকিস্তান-সহ একাধিক দেশে লুকিয়ে থাকা ভারত-বিরোধী শক্তিকে নাকি নিকেশ করে চলেছে নয়াদিল্লি। যদিও বিদেশ মন্ত্রক সেই দাবি উড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত-বিরোধী প্রচারের জন্য এমন রিপোর্ট তৈরি
করে প্রচার করছে ওই বিদেশি সংবাদপত্র।বিদেশের মাটিতে কাউকে হত্যা করা ভারত সরকারের নীতি নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.