Lok sabha Election 2024: দেশে এখনই নির্বাচন হলে ৩৯৯ আসন পাবে NDA, INDIA TV-CNX জনমত সমীক্ষা একনজরে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

Lok sabha Election 2024: দেশে এখনই নির্বাচন হলে ৩৯৯ আসন পাবে NDA, INDIA TV-CNX জনমত সমীক্ষা একনজরে।

Nda will clear majority with 399 lok sabha seats by opinion poll


নয়া দিল্লি
: যদি দেশে
এখনই লোকসভা নির্বাচন হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট ৩৯৯ আসনে জয়ী হবে। শুধু বিজেপি (BJP) একাই পেতে পারে ৩৪২ আসন। আর কংগ্রেস পেতে পারে মাত্র ৩৮ আসন ৷ ইন্ডিয়া টিভি -সিএনএক্স জনমত সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে।


সমীক্ষায় বিজেপি যে সংখ্যক আসন পাবে বলে দাবি করা হয়েছে তা একমাস আগে করা সমীক্ষার থেকে সাতটি আসন বেশি। অর্থাৎ আগামী লোকসভা ভোটে বিজেপি যে একাই সংখ্যা-গরিষ্ঠতা অর্জন করতে চলেছে, তা নিশ্চিত।

প্রসঙ্গত, ভোটের আগে বিজেপির তরফে 'অবকি বার ৪০০ পার' স্লোগান তোলা হয়েছে। সমীক্ষা মতে, এখনই ভোট হলে সেই লক্ষ্যমাত্রা থেকে মাত্র এক আসন কম পাবে এনডিএ। যা একমাস আগে করা সমীক্ষার থেকে ২১টি বেশি। এর আগে গত মাসের শুরুতেই একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছিল ইন্ডিয়া টিভি-সিএনএক্স। তখন দাবি করা হয়েছিল, এনডিএ ৩৭৮টি আসন পেতে পারে। এর আগে গত বছর এই একই সংস্থার করা সমীক্ষায় বলা হয়েছিল ৫৪৩ টি আসনের মধ্যে চব্বিশের লোকসভায় এনডিএ পেতে পারে ৩১৫ আসন।

সমীক্ষায় বলা হয়েছে, তৃণমূলকে বাদ দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ায় জোট ৯৪ টি আসন জিততে পারে। অন্যদিকে, তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেস ও বিজেডির মতো দল এবং নির্দলরা জিততে পারে ৫০ টি আসন।

দলের নিরিখে বিজেপি পেতে পারে ৩৪২, কংগ্রেস ৩৮, তৃণমূল ১৯, ডিএমকে ১৮, জেডিইউ ১৪, টিডিপি ১২, আপ ৬, সপা ৩ ও অন্যরা ৯১ টি আসন।

অন্যদিকে, সমীক্ষায় দাবি, পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২২ টি, তৃণমূল ১৯ এবং কংগ্রেস একটি আসন। সমীক্ষায় বলা হয়েছে বিজেপি এবারও গুজরাট থেকে সবক'টি অর্থাৎ ২৬টি আসনেই জয় পেতে পারে। গুজরাট ছাড়াও যে রাজ্যগুলি থেকে সব আসন বিজেপি পেতে পারে তার মধ্যে রয়েছে, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান, চণ্ডীগড়, লাদাখ, পুদুচেরি, দিল্লি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান।

অন্যদিকে, উত্তরপ্রদেশের ৮০ টির মধ্যে একাই ৭৩ টি আসনে জয় পেতে পারে তারা। এছাড়া রাষ্ট্রীয় লোকদল ও আপনা দল দু'টি করে আসন পেতে পারে। এছাড়াও বিজেপি যেসব রাজ্য থেকে উল্লেখযোগ্য ফল পেতে পারে তার মধ্যে রয়েছে বিহারে ৪০-এর মধ্যে ১৭, ঝাড়খণ্ডে ১৪-র মধ্যে ১২, কর্ণাটকে ২৮-এর মধ্যে ২২, মহারাষ্ট্রে ৪৮-এর মধ্যে ২৭, ওড়িশায় ২১-এর মধ্যে ১০, ছত্তিশগড়ে ১১-র মধ্যে ১০, অসমে ১৪-এর মধ্যে ১৩টি।

এছাড়াও,সমীক্ষায় বলা হয়েছে কেরল ও তামিলনাড়ু থেকে এবার বিজেপি খাতা খুলতে পারে। দুই রাজ্য থেকেই তিনটি করে আসন পেতে পারে গেরুয়া শিবির, দাবি সমীক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad