![]() |
Image credit Madhyom.com |
রাণাঘাট : জয় শ্রীরাম বলায় দীনদরিদ্র হিন্দু পরিবারের এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। নিহত মহিলার নাম অঞ্জলি কর্মকার (৫০)। জমি মাফিয়াদের মারে গুরুতর জখম নিহত মহিলার স্বামী সুবল কর্মকার (৬০)। নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত বৈদ্যপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া গ্রামের। এই ঘটনায় ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে।
হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে দেখা করেন
এলাকার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ জগন্নাথের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সুবল ও অঞ্জলির দারিদ্রের সংসারে রোজগার বলতে ভিক্ষাবৃত্তি। অভিযোগ, এলাকার কিছু জমি মাফিয়া দীর্ঘদিন ধরেই দরিদ্র দম্পতির বাড়িটি দখল করার চেষ্টা করছিল রবিবার রাতে আচমকা দুষ্কৃতীরা হামলা চালায়। সুবল রুখে দাঁড়ালে তাঁকে মারধর শুরু করে দুষ্কৃতী -রা। অসহায় অঞ্জলি কী করবেন ভেবে না পেয়ে রাম নাম স্মরণ করেন। বলে ওঠেন, 'জয় শ্রীরাম'। আর তখনই সুবলকে ছেড়ে অঞ্জলিকে পেটাতে শুরু করেন দুষ্কৃতীরা। তাঁকে টেনে হিঁচড়ে গাছের সঙ্গে বেঁধে চলে বেধড়ক মারধর। সুবল প্রতিবাদ করলে তাকেও গাছে বেঁধে মারধর করা হয়।একসময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অঞ্জলি। বিপদ বুঝে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রতিবেশীরা তড়িঘড়ি দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক অঞ্জলি -কে মৃত ঘোষণা করেন।
সুবল বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, দুষ্কৃতীরা তথ্য লোপাট করতে কর্মকার দম্পতির বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে, বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে এলাকার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সোমবার রানাঘাট মহকুমা হাসপাতালে ওই আহত সুবলের সঙ্গে দেখা করতে যান।ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, 'জয় শ্রীরাম বললে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান, তেমনই তাঁর চেলা চামুন্ডারাও একই পথ অনুসরণ করে চলছে। রাজ্য জুড়ে কয়লা, বালি, জমি যেমন আত্মসাৎ চলছে চারদিকে, তেমনই ব্যতিক্রম নয় এই রানাঘাটও।' তাঁর অভিযোগ, ভিখারিনীর জমি আত্মসাৎ করতে স্থানীয় তৃণমূল এবং সিপিএম যৌথভাবে ওই দুষ্কৃতীদের মদত দিয়েছে।
সম্পূর্ণ ঘটনা আড়াল করবার চেষ্টা করছে পুলিশ প্রশাসন, প্রকৃত দোষীদের আড়াল করে নতুন করে একটা কেস সাজানোর চেষ্টা করছে রানাঘাট থানা।' এরই প্রতিবাদে এলাকার সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের একত্রিত থাকতে বলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ঘটনার প্রকৃত বিচার না হলে তীব্রতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.