বাংলাদেশে ৪০০ বছরের পুরানো শ্মশান ও রাধা গোবিন্দ আশ্রমে আগুন লাগানো হল। মূর্তি ও রথ জ্বলে ছাই। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

বাংলাদেশে ৪০০ বছরের পুরানো শ্মশান ও রাধা গোবিন্দ আশ্রমে আগুন লাগানো হল। মূর্তি ও রথ জ্বলে ছাই।

ঢাকা: বাংলাদেশের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় ৪০০ বছর পুরোনো পারুয়ারকুল অষ্টগ্রাম মহাশ্মশান (Paruarkul Ashtagram Maha crematorium) এবং রাধা গোবিন্দ আশ্রমে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীদের দ্বারা আগুন লাগানোর ঘটনা সামনে এসেছে।

parts of 400 years old crematorium ashram set on fire in magura, bangladesh

আগুনে তিনটি ঘরের অংশ, রথ এবং প্রতিমা পুড়ে ছাই হয়ে গেছে। মোহাম্মদপুর উপজেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি ও হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (Hindu-Buuddhist-Cristian)-র আয়োজক সমিতির প্রাক্তন সম্পাদক স্বপন রানী বিশ্বাস ঘটনার কথা জানিয়েছেন।


তিনি বলেছেন কয়েকজন সাফাই কর্মী গুরুদাস মন্দিরে আসে যেখানে তারা আগুন দেখেছিল। পরে প্রশাসন ও ফায়ার ব্রিগেড কে জানানো হয়। তবে মহম্মদপুর থেকে ফায়ার ব্রিগেড আসার আগেই আগুন নিভানো হয়।

এদিকে, মহম্মদপুর উপজেলা নির্বাহী আধিকারিক রামানন্দ পাল, সহকারী কমিশনার ভূমি হরকৃষ্ণ অধিকারী,মোহাম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস ও স্থানীয় বাবুখালী ইউনিয়নের সভাপতি মীর শেহজাদ আলী ঘটনার তথ্য পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছান।

পরে মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম ও সিনিয়র পুলিশ সুপার জহিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বপ্না রানী এই ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কানি দেওয়া এবং রাজনৈতিক অস্থিরতা হিসাবে অভিহিত করেছেন।

আরোও পড়ুন: ভাঙরে হিন্দু মন্দিরে হামলা করে মন্দির ভেঙে গুঁড়িয়ে দিল একদল উন্মক্ত মুসলিম।

একই সঙ্গে সহকারী আধিকারিক ভূমি হরকৃষ্ণ অধিকারী জানিয়েছেন, এই ঘটনায় আশ্রমের দুটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিমাও ভেঙে গেছে। আগুন লাগানোর ফলে রথও পুড়ে গেছে। তিনি বলেন, তদন্ত শেষে এই ঘটনা সম্পর্কে কিছু বলা যাবে।

পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে আশ্বাস দিয়েছেন নাশকতার প্রমাণ পাওয়ার পরে অভিযুক্ত- দের বিরুদ্ধে কড়া আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা মাগুরায় যে কোনও মূল্যে সাম্প্রদায়িক শক্তিকে ছাড় দেওয়া হবে না।

তাৎপর্যপূর্ণভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে ফিরে আসার পরে কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠী হেফাজতে ইসলাম চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গা বাধিয়েছিল।

আরোও পড়ুন: বাংলাদেশে মন্দিরে হামলা, মা কালীর মূর্তিতে আগুন লাগিয়ে দেওয়া হল।

হেফাজতে ইসলাম সমর্থকরা সেখানে মন্দিরে স্থাপন করা মা কালী এবং ভগবান কৃষ্ণের মূর্তি ভেঙে দিয়েছিল। শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির কমিটির অধ্যক্ষ আশীষ পাল জানিয়েছেন আমরা দোল পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পূজা করছিলাম।

সেই সময় হেফাজতে ইসলামের প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আমরা কালী মা এর মূর্তি রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদেরকে ধাক্কা দিয়ে কালী মায়ের মূর্তি ভেঙে দেয়।

মোদীর সফরের প্রতিবাদে কট্টরপন্থী ইসলামিক সংগঠন- দের বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে সংঘর্ষ চালিয়ে- ছিল এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছিল। এর পরে পূর্ব বাংলাদেশের একটি ট্রেনকে হেফাজতে ইসলাম হামলা করে। রাজশাহীর পশ্চিম জেলায় দুটি বাসে আগুন লাগায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথরও ছুঁড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad